প্রশ্ন: ‘‘উপরিউক্ত তথ্যগুলো দারুণ কিন্তু ‘‘যীশুকে বিশ্বাস’’ করার অর্থ কী সেটা আমি কখনই বুঝতে পারিনি।’’
আমাদের উত্তর: প্রথমত, খ্রীষ্টে বিশ্বাস করার অর্থ হল এই যে আপনি স্বর্গে যাবার জন্য আর নিজের উপর ভরসা করছেন না, কিন্তু আপনি যীশুর উপরে ভরসা করছেন। আমরা চিন্তা করি যে আমাদের ভাল কাজগুলো ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য, কিন্তু সেগুলোর দ্বারা আমরা কখনই স্বর্গে যেতে পারব না। কিন্তু আমাদের পাপের ক্ষমা পাওয়া প্রয়োজন, আর যখন আমরা বুঝতে পারি যে যীশু আমাদের পাপের জন্য মরেছেন তখনই আমরা পাপের ক্ষমা পাই। আর তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন এটিই আমাদের পাপের ক্ষমা পাবার একমাত্র পথ। বাইবেল বলে…
যদি কেউ খ্রীষ্টকে তাদের পাপের ক্ষমাকরী হিসেবে বিশ্বাস করে তাহলে তাঁর একটি নতুন জীবন শুরু হয়--- ‘‘যদি কেউ খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল। তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে।’’৩ সেই ব্যক্তি খ্রীষ্টের একজন অনুসারী হয়ে ওঠে। আর যীশুর একজন অনুসারী হিসেবে সে শুধুমাত্র তার পাপের ক্ষমার জন্যই না, বরং তার জীবনের প্র্রতিটি ক্ষেত্রেই সে যীশুর ওপ