যদি আমি যীশুকে আমার জীবনে আসার জন্য অনুরোধ করতে চাই, তাহলে কীভাবে আমি জানব যে তিনি সত্যিই আছেন?
আপনি যে যীশুকে আপনার জীবনে আসার জন্য অনুরোধ করেছেন এই বিষয়টি খুবই চমৎকার! যখন আপনি এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং তাঁকে আপনার জীবনে আসার জন্য অনুরোধ করেছেন, এখানে এটা জানা গুরুত্বপূর্ণ যে, ঈশ্বর কি আপনার কথা শুনেছেন? হ্যাঁ। প্রথম যোহন ৫:১৪ বলে যে,‘‘ ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে, তাঁর ইচ্ছামত যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন।’’ যীশু এই প্রতিজ্ঞা করছেন যে, যদি আমরা তাঁকে অনুরোধ করি তাহলে তিনি আমাদের সম্পূর্ণ জীবনেই আসবেন।
প্রকাশিত বাক্য ৩:২০ পদে যীশু এই বিষয়টি দেয়ার কথা বলেছেন যে,‘‘ দেখ, আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সংগে খাওয়া-দাওয়া করব, আর সে-ও আমার সংগে খাওয়া-দাওয়া করবে।’’ আপনি কি ঈশ্বরের কাছে আপনার অন্তর খুলে দিয়েছেন? যদি তা করে থাকেন, তাহলে তিনি আপনার জীবনে যা করবেন সে সম্বন্ধে তিনি আপনাকে কী বলছেন? ঈশ্বর কি আপনাকে ভূলপথে চালিত করবেন?
যোহন ৬:৩৭ পদে, যীশু বলেছেন,‘‘ পিতা আমাকে যাদের দেন তারা সবাই আমার কাছে আসবে। যে আমার কাছে আসে আমি তাকে কোনমতেই বাইরে ফেলে দেব না,’’ এবং যোহন ১০:২৭-২৯ পদে যীশু বলেছেন,‘‘ আমার মেষগুলো আমার ডাক শোনে। আমি তাদের জানি আর তারা আমার পিছনে পিছনে চলে।আমি তাদের অনন্ত জীবন দিই। তারা কখনও বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না।আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সকলের চেয়ে মহান। কেউই পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না।’’
যীশু আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, যাতে করে আমরা তাঁর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। তিনি এই বিষয়টি নিয়ে যত্নহীন নন। আমরা যাতে তাঁর সাথে সম্পর্কে আবদ্ধ হতে পারি সেজন্য তিনি মহৎ এক ত্যাগ করেছেন। যীশু আমাদের সকল পাপ নিজের ওপর তুলে নিয়েছেন এবং আমাদেরকে তাঁর ধার্মিকতায় আবৃত করেছেন, যেটি আমাদেরকে সম্পূর্ণভাবে ক্ষমা পেতে এবং তাঁর কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত করেছে। প্রথমে আমাদের ভাল কাজ করার, বা ধর্মীয় রীতি-নীতি পালন করা, অথবা তাঁর কাছে বছরের পর বছর ধরে ভিক্ষা চাওয়ার প্রয়োজন নেই। তিনি নিজেই আমাদেরকে তাঁর সাথে সম্পর্ক স্থাপনের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত করার বিষয়ীট সম্ভব করেছেন। আর আমরা যা করতে পারি সেটার থেকে তিনি আমাদের জন্য যা করেছেন সেজন্যই আমরা আমরা তাঁর কাছে আসি। আমাদেরকে ক্ষমা করার জন্য এবং তিনি যাতে আমাদের জীবনে আসতে পারেন সেজন্যই তিনি আমাদের পাপের মূল্য দিয়েছেন। প্রথম পিতর ৩:১৮ বলে যে,‘‘ খ্রীষ্টও পাপের জন্য একবারই মরেছিলেন। ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাবার জন্য সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন।’’
ঈশ্বরের সাথে আপনার সম্পর্কের মধ্য দিয়ে বৃদ্ধি পাওয়া:
ঈশ্বরের সম্পর্কে আরও ভালভাবে জানার জন্য, তাঁর বাক্য (বাইবেল) এর সাথে আরও বেশি সময় কাটানোর মাধ্যমে তাঁকে অনুরোধ করুন যেন তিনি নিজেকে আপনার কাছে আরও বেশি করে প্রকাশ করেন এবং আপনি তাঁর সাথে সম্পর্ক তৈরী করতে পারেন। যোহন লিখিত সুসমাচার (নতুন নিয়মের চতুর্থ পুস্তক) হল শুরু করার জন্য একদম উপযুক্ত একটি পুস্তক।
আর তাঁর সাথে খোলাখুলিভাবে কথা বলুন। আমাদেরকে এই বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে যে ‘‘কোন বিষয় নিয়ে উতলা হোয়ো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সংগে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও।তার ফলে, ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে।’’ (ফিলিপীয় ৪:৬,৭)
আমাদেরকে ই-মেইল করুন।
আমরা আপনাকে বাইবেল অধ্যয়ন বা আপনার বিদ্যায়তনের খ্রীষ্টিয়ানদের সাথে কার্যক্রমসমূহের বিষয়গুলো বলতে চাই। আপনি শুধু একটি ই-মেইলের ফিরতি বার্তা পাবেন। আমাদেরকে ই-মেইল করুন: যোগাযোগ।