×
অনুসন্ধান
EveryBengaliStudent.com
জীবন এবং ঈশ্বর বিষয়ক প্রশ্নগুলি
 আবিস্কার করার জন্য নিরাপদ স্থান
প্রশ্ন ও উত্তর

শেষ বিচারের দিনে কী হবে?

WhatsApp Share Facebook Share Twitter Share Share by Email More PDF

প্রশ্ন: ‘‘আমি শেষ বিচারের দিন সম্পর্কে জানতে চাই, পরমদেশে যাবার জন্য কী কী বিষয়ের সম্মুখীন হতে হয়।’’

আমাদের উত্তর: এই প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। বাইবেলে শেষ বিচারের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই সম্বন্ধে পুরাতন নিয়মের অনেক ভাববাণী বইগুলোতে (যিশাইয় থেকে মালাখি) অনেক বিষয় লেখা আছে। নতুন নিয়মে, শেষ বিচারের দিন সম্পর্কে মৌলিক সুখবরগুলো মথি ২৪:৪-৪৪, মার্ক ১৩:৫-৩৩, লূক ১৭:২০-৩৭,লুক ২১:৮-৩৬, ১ম থিষলনীকীয় ১:৬-২:১২, ২য় পিতর ৩:৩-১২, এবং প্রকাশিত বাক্যে।

এই পৃথিবী কখন শেষ হবে সেই বিষয়ে যীশু বলেছেন কেউই এর বছর বা ঘন্টা জানে না।

মথি ২৪ এ শেষ বিচারের দিন সর্ম্পকে যীশুর কথাগুলোর কিছু সারসংক্ষেপ নিচে উল্লেখ করা হল:

  • যুদ্ধ এবং যুদ্ধ সম্বন্ধে উড়ো খবর
  • জাতির বিরুদ্ধে জাতির উত্থান, এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য
  • দুর্ভিক্ষ এবং ভূমিকম্প
  • ভন্ড ভাববাদীরা বিভিন্ন অলৌকিক চিহ্ন এবং আশ্চর্য কাজ করবে
  • সত্যিকারের বিশ্বাসীরা নির্যাতিত হবে
  • লোকদের মধ্যে ঈশ্বরের ভালবাসা কমে যাবে
  • সুসমাচার সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে
  • ‘‘সর্বনাশা ঘৃণা’’ (একজন নেতা যিনি নিজেকে ঈশ্বর দাবি করেন)
  • মহাক্লেশ
  • সূর্য, চাঁদ, তারারা আর আলো দেবে না
  • যীশুর সত্যিকারের অনুসারীরা তাঁর জন্য একত্রিত হবে
  • পৃথিবীর লোকদের জন্য যীশুর বিচারকাজ

‘‘পরমদেশ’’ সম্বন্ধীয় ঘটনা যেখানে যীশু প্রকৃত অনুসারীরা তাঁর সাথে শূন্যে মিলিত হবে, এই সম্বন্ধীয় মূল পদগুলো হল: মথি ২৪:৩১, মার্ক ১৩:২৭. ১ম করিন্থীয় ১৫:৫১-৫২, ২য় থিষলনীকীয় ২:১-৪।

এছাড়াও, শেষ দিনগুলি কী বৈশিষ্ট্যযুক্ত হবে এটিও নির্দেশ করা উচিত। আমরা জানি:

এই কথা মনে রেখো যে, শেষ কালে ভীষণ সময় উপস্থিত হবে।মানুষ কেবল নিজেকেই ভালবাসবে, টাকার লোভী হবে, গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে, সকলের দুর্নাম করবে, আর মা-বাবার অবাধ্য হবে। তারা অকৃতজ্ঞ ও ভক্তিহীন হবে,তাদের মধ্যে স্নেহ-ভালবাসা থাকবে না, আর তারা ঝগড়া করে আপোস করবে না। তারা পরের নিন্দা করবে, নিজেকে দমন করতে পারবে না, নিষ্ঠুর হবে, আর যা ভাল তা ঘৃণা করবে।তারা বিশ্বাসঘাতক, হঠকারী ও অহংকারে পূর্ণ হবে। ঈশ্বরকে ভাল না বেসে তারা জাগতিক সুখকে ভালবাসবে। (২য় তীমথিয় ৩:১-৪)

শেষ বিচারের দিনগুলোতে মূলত যীশু খ্রীষ্টের পুনরাগমন সম্পর্কিত এবং মানবজাতির উপর এবং সারা পৃথিবীর উপর তাঁর বিচার এই নিয়েই আলোকপাত করে। অতএব, শেষ বিচারের সময় তাঁকে জানাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে ঈশ্বরকে ব্যক্তিগতভাবে চেনা দেখুন অথবা আপনার অনুসন্ধান শুরু করার জন্য বাইবেলের ‘‘যোহন’’ অংশটি থেকে পড়া শুরু করুন।

 কিভাবে ঈশ্বরের সাথে একটা সম্পর্ক শুরু করেন
 আমার একটি প্রশ্ন বা মন্তব্য আছে…

এই প্রবন্ধটি শেয়ার করুন
WhatsApp Share Facebook Share Twitter Share Share by Email More