×
অনুসন্ধান
EveryBengaliStudent.com
জীবন এবং ঈশ্বর বিষয়ক প্রশ্নগুলি
 আবিস্কার করার জন্য নিরাপদ স্থান
প্রশ্ন ও উত্তর

যীশুকে ‘‘বিশ্বাস’’ করার অর্থ কি?

WhatsApp Share Facebook Share Twitter Share Share by Email More PDF

প্রশ্ন: ‘‘উপরিউক্ত তথ্যগুলো দারুণ কিন্তু ‘‘যীশুকে বিশ্বাস’’ করার অর্থ কী সেটা আমি কখনই বুঝতে পারিনি।’’

আমাদের উত্তর: প্রথমত, খ্রীষ্টে বিশ্বাস করার অর্থ হল এই যে আপনি স্বর্গে যাবার জন্য আর নিজের উপর ভরসা করছেন না, কিন্তু আপনি যীশুর উপরে ভরসা করছেন। আমরা চিন্তা করি যে আমাদের ভাল কাজগুলো ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য, কিন্তু সেগুলোর দ্বারা আমরা কখনই স্বর্গে যেতে পারব না। কিন্তু আমাদের পাপের ক্ষমা পাওয়া প্রয়োজন, আর যখন আমরা বুঝতে পারি যে যীশু আমাদের পাপের জন্য মরেছেন তখনই আমরা পাপের ক্ষমা পাই। আর তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন এটিই আমাদের পাপের ক্ষমা পাবার একমাত্র পথ। বাইবেল বলে…

  • ‘‘ সব নবীরাই তাঁর বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছেন যে, তাঁর উপরে যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে তাঁর গুণে পাপের ক্ষমা পায়।’’

  • ‘‘ঈশ্বরের অশেষ দয়া অনুসারে খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে তাঁর রক্তের দ্বারা আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ পাপের ক্ষমা পেয়েছি।’’

যদি কেউ খ্রীষ্টকে তাদের পাপের ক্ষমাকরী হিসেবে বিশ্বাস করে তাহলে তাঁর একটি নতুন জীবন শুরু হয়--- ‘‘যদি কেউ খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল। তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে।’’ সেই ব্যক্তি খ্রীষ্টের একজন অনুসারী হয়ে ওঠে। আর যীশুর একজন অনুসারী হিসেবে সে শুধুমাত্র তার পাপের ক্ষমার জন্যই না, বরং তার জীবনের প্র্রতিটি ক্ষেত্রেই সে যীশুর ওপর নির্ভর করে।

উদাহরণস্বরূপ, যীশু বলেছেন তিনিই গুরু। তিনি তাঁর শিষ্যদের বলেছেন যে তিনি তাদের উপরে পবিত্র আত্নাকে পাঠিয়ে দেবেন, এবং পবিত্র আত্নাই তাদেরকে সকল বিষয়ে শিক্ষা দেবেন এবং তাদেরকে সত্যের পথে পরিচালিত করবেন। ঈশ্বর একজন ব্যক্তিকে তাঁর সত্যতার বিষয়ে শিক্ষা দেন। নিজেদের মূল্যবোধ এবং আচরণের ক্ষেত্রে আমাদের ভুল চিন্তাগুলোকে দূরে সরিয়ে দিয়ে তাঁর দৃষ্টিকোণ থেকে যেটা সঠিক সেই বিষয়টিই তিনি আমাদের দেখিয়ে দেন। এটি হল আমাদের প্রতি ঈশ্বরের ভালবাসার অন্যতম একটি প্রকাশ।

তিনিই সকল সত্য জানেন, এবং তিনি চান যেন আমরা এই সত্যে আমাদের জীবন পরিচালনা করি। যীশু বলেছেন…

  • ‘‘যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মত, যে পাথরের উপরে তার ঘর তৈরী করল। পরে বৃষ্টি নামল, বন্যা আসল, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল; কিন্তু সেই ঘরটা পড়ল না কারণ তা পাথরের উপরে তৈরী করা হয়েছিল।’’

  • “আমার কথামত যদি আপনারা চলেন তবে সত্যিই আপনারা আমার শিষ্য। তা ছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন, আর সেই সত্যই আপনাদের মুক্ত করবে।”

  • “তোমরা যারা ক্লান্ক ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এস; আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র।’’

যীশুকে অনুসরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তাঁর কাছ থেকে শেখা। খ্রীষ্টকে গুরু হিসেবে দেখার মাধ্যমে, তিনি আমাদেরকে তাঁর ইচ্ছা এবং সত্যের পথে পরিচালিত করার মাধ্যমে নতুন একটি জীবনের দিকে ধাবিত করবেন। তিনি আমাদেরকে দেখিয়েছেন কীভাবে জীবন-যাপন করতে হবে, এবং এমনকি কিভাবে প্রার্থনা করতে হবে সে বিষয়েও তিনি আমাদের শিখিয়ে গেছেন। তিনি আমাদের কাছ থেকে কী চান এটা যখন আমরা বুঝতে পারি তখন আমরা তাঁর শক্তি এবং ক্ষমতার(পবিত্র আত্না) উপর নির্ভরশীল হয়ে সেই সকল কাজগুলো করবার জন্য উদ্ধত হই।

খ্রীষ্টকে অনুসরণ করা তাঁর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীলতাকে বোঝায়। তিনি তাঁর শিষ্যদেরকে বলেছেন,‘‘আমিই আংগুর গাছ, আর তোমরা তা ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমকে ছাড়া তোমরা কিছুই করতে পার না।’’১০

 কিভাবে ঈশ্বরের সাথে একটা সম্পর্ক শুরু করেন
 আমার একটি প্রশ্ন বা মন্তব্য আছে…

পাদটিকাঃ (১) প্রেরিত ১০:৪৩ (২) ইফিষীয় ১:৭ (৩) ২য় করিন্থীয় ৫:১৭ (৪) যোহন ১৩:১৩-১৪ (৫ ) যোহন ১৪:২৬ (৬) যোহন ১৬:১৩ (৭) মথি ৭:২৪-২৫ (৮) যোহন ৮:৩১-৩২ (৯) মথি ১১:২৮-২৯ (১০) যোহন ১৫:৫


এই প্রবন্ধটি শেয়ার করুন
WhatsApp Share Facebook Share Twitter Share Share by Email More